Facebook Live Sessions

Online Lecture by Shri Basudev Bhattacharya on 10.07.2021, 6:30 pm onwards

আবার একটা শনিবার, আর আবার একটা গল্প। কিন্তু তিতানের একটু মন খারাপ। আসলে আকাশের মুখ ভার। বিপ্লব স্যার, বাসুদেব স্যারের বলা আকাশের গল্প শুনে সে ভেবেছিল খুব মন দিয়ে আকাশ মেলাবে, তা আর হয়ে উঠছে না। তবে গত কয়েকদিন মাঝেমধ্যেই যখন আকাশ পরিষ্কার হয়েছে সে নাকি তারা দেখার চেষ্টা করেছে। তিতান রাতে পুব আকাশে বৃহস্পতি আর শনি দুটো গ্রহকেই দেখতে পেয়েছে, আর বাড়ির বাকি সবাইকেও নাকি দেখিয়েছে। আর এই শনিবার(২৪ / ০৭ / ২০২১) সন্ধ্যে সাড়ে ছটার সময় বাসুদেব স্যার তাই থাকছেন এই দুই গ্রহের আরও গল্প নিয়ে। আপনারাও সবাই থাকছেন নিশ্চয়ই, তাহলে দেখা হচ্ছে আগামীকাল।

যদি সেদিনের গল্প শুনতে না পেয়ে থাকেন তবে চিন্তা নেই…আপনাদের জন্য রাখা রইল ঠিক এইখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *