Online Lecture by Shri Basudev Bhattacharya on 10.07.2021, 6:30 pm onwards
তিতান প্রথমে একটু অবাক হয়ে গেছিল, আকাশে ভাল্লুকের কথা আগেই জেনেছিল সে, আর এখন কিনা একখানা আস্ত সিংহ! মনে মনে ভাবল গোটা চিড়িয়াখানাটাই বুঝি আকাশে বসিয়ে দিয়েছে। কিন্তু এখন সে জানে এসবই হল মানুষের তৈরি করা গল্প, আকাশ চেনার গল্প, তার থেকে বেশি কিছু নয়। তবু গল্প শুনতে কে না ভালোবাসে, তার সাথে আকাশ চিনতে শিখলে তো আর কথাই নেই। তিতান তাই এই শনিবারও অপেক্ষায় আছে বাসুদেব স্যরের জন্য, আর স্যরও থাকবেন বলেছেন সন্ধ্যে সাড়ে ছয়টা(6:30 pm) থেকে। আশাকরি তিতানের সাথে আপনারাও সবাই থাকবেন নিশ্চয়ই ১০ই জুলাই ফেইসবুক লাইভে।

যদি সেদিনের গল্প শুনতে না পেয়ে থাকেন তবে চিন্তা নেই…আপনাদের জন্য রাখা রইল ঠিক এইখানে।