Online Lecture by Shri Basudev Bhattacharya on 26.06.2021, 6:30 pm onwards
এ এক আজব কথা! গত শনিবার বিপ্লব স্যারের আকাশ চেনানোর গল্প শুনে ছোট্ট তিতানের প্রশ্ন থামেই না। সে শুনেছিল সপ্তর্ষিমন্ডল নাকি একটা ভাল্লুকের মতো দেখতে চেহারার মধ্যে আছে, আবার সেটাকেই কখনো বলা হয়েছে একটা হাতগাড়ি, কখনো আবার বলছে একটা বিরাট হাতা…এতো মহা মুশকিল! তার প্রশ্ন হল এরকম সব ভাবনাগুলোর উৎস কি, কেনইবা এসব গল্প বানানো হল? সেই গল্পই এই শনিবার (26.06.2021) বলবেন বাসুদেব স্যার। তিতান তো সেই শুনে খুব আগ্রহী, সে আকাশের গল্প শুনতে তাই সন্ধ্যে সাড়ে ছটার(6.30 pm) সময় চোখ রাখবে স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে। আশাকরি, আপনারাও থাকবেন…আর সাথে থাকবেন শ্রী বাসুদেব ভট্টাচার্য তার “আকাশ ভরা গল্পকথা” নিয়ে।

যদি সেদিনের গল্প শুনতে না পেয়ে থাকেন তবে চিন্তা নেই…আপনাদের জন্য রাখা রইল ঠিক এইখানে।